
নমস্কার বন্ধুরা,
আজ কারেন্ট অ্যাফেয়ার্স এর এই টপিকে ভারতের হাইকোর্ট এবং প্রধান বিচারপতি তালিকা 2024 pdf টি আমরা এখানে প্রদান করছি। যেটিতে সমস্ত হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে আছেন সে সম্পর্কে তোমরা জানতে পারবে।
❏ হাইকোর্ট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট |Important Points Related to High Courts
- হাইকোর্টগুলিকে প্রতিটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ আদালত হিসাবে বিবেচনা করা হয়।
- ভারতীয় সংবিধানের 214 অনুচ্ছেদ অনুসারে, একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কমপক্ষে একটি উচ্চ আদালত থাকা উচিত।
- অনুচ্ছেদ 231 বলে যে দুটি বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্টও থাকতে পারে।
- বর্তমানে ভারতে মোট 25টি হাইকোর্ট রয়েছে।
- ভারতের প্রাচীনতম হাইকোর্ট হল কোলকাতা হাইকোর্ট, যা 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একই বছরে বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্টও প্রতিষ্ঠিত হয়েছিল।
- ভারতের তিনটি চার্টার্ড হাইকোর্ট হল: কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট।
- সবচেয়ে নতুন হাইকোর্ট হল তেলেঙ্গানা হাইকোর্ট এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, যা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
- অন্য বিচারপতিরা রাষ্ট্রপতি,গভর্নর এবং হাইকোর্টের প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত হন।
ভারতের হাইকোর্ট এবং প্রধান বিচারপতি তালিকা
Sl. | হাইকোর্ট | প্রতিষ্ঠিত | প্রধান বিচারপতি |
---|---|---|---|
1. | কোলকাতা হাইকোর্ট | 1862 | টি.এস. শিবগ্নানাম |
2. | বোম্বে হাইকোর্ট | 1862 | দেবেন্দ্র কুমার উপাধ্যায় |
3. | মাদ্রাজ হাইকোর্ট | 1862 | সঞ্জয় বিজয়কুমার গঙ্গাপুরওয়ালা |
4. | এলাহাবাদ হাইকোর্ট | 1866 | মনোজ কুমার গুপ্ত (ভারপ্রাপ্ত ) |
5. | কর্ণাটক হাইকোর্ট | 1884 | প্রসন্ন বি ভারালে |
6. | পাটনা হাইকোর্ট | 1916 | কে. বিনোদ চন্দ্রন |
7. | গুয়াহাটি হাইকোর্ট | 1948 | সন্দীপ মেহতা |
8. | উড়িষ্যা হাইকোর্ট | 1948 | বিদ্যুত রঞ্জন সারঙ্গি (ভারপ্রাপ্ত ) |
9. | রাজস্থান হাইকোর্ট | 1949 | অগাস্টিন জর্জ মাসিহ |
10. | জম্মু, কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট | 1928 | এন. কোটিশ্বর সিং |
11. | মধ্যপ্রদেশ হাইকোর্ট | 1956 | রবি বিজয় কুমার মালিমাঠ |
12. | কেরালা হাইকোর্ট | 1956 | আশিস জিতেন্দ্র দেশাই |
13. | গুজরাট হাইকোর্ট | 1960 | সুনিতা আগরওয়াল |
14. | দিল্লি হাইকোর্ট | 1966 | মনমোহন (ভারপ্রাপ্ত ) |
15. | পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট | 1966 | রিতু বাহরি (ভারপ্রাপ্ত ) |
16. | হিমাচল প্রদেশ হাইকোর্ট | 1971 | মামিদান্না সত্য রত্ন শ্রী রামাচন্দ্র রাও |
17. | সিকিম হাইকোর্ট | 1975 | বিশ্বনাথ সমাদ্দার |
18. | ছত্তিশগড় হাইকোর্ট | 2000 | রমেশ সিনহা |
19. | উত্তরাখণ্ড হাইকোর্ট | 2000 | মনোজ কুমার তিওয়ারি (ভারপ্রাপ্ত ) |
20. | ঝাড়খণ্ড হাইকোর্ট | 2000 | সঞ্জয় কুমার মিশ্র |
21. | মেঘালয় হাইকোর্ট | 2013 | সঞ্জীব ব্যানার্জি |
22. | মণিপুর হাইকোর্ট | 2013 | সিদ্ধার্থ মৃদুল |
23. | ত্রিপুরা হাইকোর্ট | 2013 | অপরেশ কুমার সিং |
24. | তেলেঙ্গানা হাইকোর্ট | 2019 | অলোক আরাধে |
25. | অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট | 2019 | ধীরাজ সিং ঠাকুর |
…⇩ এখান থেকে PDF ডাউনলোড করুন ⇩…
📁File Details : :
- File Name : ভারতের হাইকোর্ট এবং প্রধান বিচারপতি তালিকা 2024
- File Format : PDF
- Language : বাংলা
- No. of Pages : 2
- File Size : 884 KB
- Last Updated : 31/07/2023
✍️ নিজের প্রস্তুতির মূল্যায়ন এবং নিয়মিত প্র্যাকটিস করার জন্য ফ্রি মক টেস্ট দিন : : 🎯 ভারতের হাইকোর্ট এবং প্রধান বিচারপতি ক্যুইজ 🎯 ভারতে বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যুইজ
এই তথ্যগুলো জানার পর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না। এছাড়াও আমাদের জন্য কোন সাজেশন থাকলে বা কোন বিষয় সম্পর্কে জানার হলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। তোমাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমাদের মতামতের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমাদের প্রতিটি কনটেন্ট সংশোধন করে এবং আপডেট করে তোমাদের কাছে আরও ভ্যালুয়েবল করে তোলার।
আমরা যথাসাধ্য চেষ্টা করব চাকরির পরীক্ষার এই প্রস্তুতিতে প্রতিনিয়ত তোমাদের পাশে থেকে তোমাদের চলার পথ টিকে একটু সহজ করে দেওয়ার।
🎓 আরো পড়ুন : : 📰 ভারতে বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী 📰 কে কোথায় কোন পদে নিয়োজিত আছেন
3 thoughts on “ভারতের হাইকোর্ট এবং প্রধান বিচারপতি তালিকা 2024 [Free PDF]|List of High Courts of India and Chief Justice”